ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছা আ.লীগের সাংগঠনিক সম্পাদক টুটুলের ১০ম শাহাদৎ বার্ষিকী পালন


প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছা আ.লীগের সাংগঠনিক সম্পাদক টুটুলের ১০ম শাহাদৎ বার্ষিকী পালন

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাশাপোলের সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হাসান টুটুলের ১০ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও বিগত উপজেলা নির্বচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা স্মরণ সভায় সভাপতিত্ব করেন।

ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুন, গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, ইউপি সদস্যে ইউনূস আলী, যুবলীগ নেতা গফফার আলী, ছাত্রলীগ নেতা ফয়সাল রানা, হাসিবুর রহমান, সোহেল রানা, সাহাবুদ্দিন, শাহারিয়ার কবির, ওবাইদুল ইসলাম, রাজ হোসেন, রানা, যুবলীগ নেতা জুয়েল রানা, ফারুক হোসেন, পাশাপোল ইউনিয়ন শাখা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়দেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গুলি ও বোমা মেরে সন্ত্রাসীরা ইমামুল হাসান টুটুলকে হত্যা করে। ইমামুল হাসান টুটুল সে সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি ও যশোর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাকের দায়িত্ব পালন করেন।


   আরও সংবাদ