ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

সড়ক দূর্ঘটনায় মণিরামপুর পৌর কাউন্সিলরের পিতার মৃত্যু


প্রকাশ: ৪ জুন, ২০২১ ০৮:১২ পূর্বাহ্ন


সড়ক দূর্ঘটনায় মণিরামপুর পৌর কাউন্সিলরের পিতার মৃত্যু

মণিরামপুর( যশোর) সংবাদদাতাঃ

সড়ক দূর্ঘটনায় মণিরামপুর পৌরসভার কাউন্সিলর বাবুল আক্তারের পিতা আমান উল্লাহ (৬০) মারা গেছে।

শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। জানা যায়, গত বৃহস্পতিবার  সন্ধ্যা ৮ টার দিকে নিহত অামান উল্লাহ  পৌর এলাকার কামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় মণিরামপুর-নেহালপুর সড়কে মণিরামপুরগামী  একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর অাহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুত্বর হওয়ায় ওই রাতেই তাকে যশোরে রেফার করেন মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু  হয়।

নিহতের পুত্র পৌর কাউন্সিলর বাবুল অাকতার বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ