ঢাকা, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩২, ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ: ধর্ম বিষয়ক উপদেষ্টা


প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন


সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ: ধর্ম বিষয়ক উপদেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ। প্রতিবেশি দু'টি দেশ ভারত কিংবা মিয়ানমারের দিকে তাকালে এটি বুঝতে বেশি সময় লাগার কথা নয়। এদেশেও সংঘাত মাঝেমধ্যে ঘটে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এসকল সংঘাত রাজনৈতিক কারণে হয়, সাম্প্রদায়িক কারণে নয়।

আজ শনিবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  আমরা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসাথে বড় হয়েছি, স্কুল-কলেজে পড়ছি, চাকরি করছি। একসাথে বসবাস করি, বাজারে যাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করেছি। চব্বিশের জুলাই বিপ্লবেও আমরা একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এদেশ আমাদের সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সকলের সমান অধিকার রয়েছে। তাদের অধিকার যেন কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব।

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, গোষ্ঠীতে-গোষ্ঠীতে কিংবা সম্প্রদায়ে-সম্প্রদায়ে সংঘাত হয় তাহলে সেখানে বিদেশি বিনিয়োগ আসবে না, পর্যটকদের আগমন ঘটবে না, কখনো উন্নয়নও হবে না। তিনি দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, লালমনিরহাট সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি। এখানে মসজিদ, মন্দির, গীর্জায় কোনো ধরনের বিবাদ নেই, বিসংবাদ নেই। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরো সুদৃঢ় করতে হবে। তিনি লালমনিরহাট জেলার মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক সমস্যা নিরসনে সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন।

বিগত ১৭ বছরে লালমনিরহাটে উন্নয়নের ছোঁয়া না লাগাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন যিনি লালমনিরহাটকে সোনায় মুড়িয়ে দিতে পারেন। আমরা অভিযোগ শুনতে চাই না, কাজ দেখতে চাই।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে হাদীস উদ্ধৃত করে ড. খালিদ বলেন, মহানবি (সা.) জীবনে অনেক যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি যুদ্ধের প্রাক্কালে সাহাবীদের ডেকে নির্বিচারে গাছ কাটতে, নারী ও শিশুদেরকে হত্যা এবং মন্দির কিংবা গীর্জায় যারা অবস্থান করে তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। হজরত (সা.) এই সমরনীতেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।


   আরও সংবাদ