ঢাকা, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩২, ১০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

কেউ নতুন স্বৈরাচার হতে চাইলে সাধারণ মানুষ প্রতিহত করবে: অধ্যাপক গোলাম রসুল


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন


কেউ নতুন স্বৈরাচার হতে চাইলে সাধারণ মানুষ প্রতিহত করবে: অধ্যাপক গোলাম রসুল

যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, বিপ্লবের পর একটি সরকার গঠন হয়েছে, এই সরকারের স্বীকৃতির জন্য গণভোট হতে হবে। কিন্তু একটি রাজনৈতিক দল গণভোটের বিরোধিতা করছে, যা দুঃখজনক। কেউ নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষই তাদের প্রতিহত করবে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর ৩ আসনের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদেরের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রুপদিয়া বাজারে সংগঠনটির যুব বিভাগ (রুপদিয়া অঞ্চল) এই পথসভার আয়োজন করে। 

গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে হত্যা করেছে। য়ার বিচার দৃশ্যমান করে নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টিসহ ১৪ দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অস্ত্রধারীদের গ্রেফতার করতে হবে। এরপর আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। 

তিনি আরও বলেন, জুলাই চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই।জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের শিক্ষিত যুব সমাজ বেকার থাকবে না, এদেশ থেকে ঘুষকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। 

তিনি বলেন,  গ্রামের কৃষকরা দেশের সম্পদ চুরি করে না। চুরি করে রাষ্ট্রের দায়িত্বশীলরা। জামায়াতে ইসলামীর কোন মন্ত্রীর বিরুদ্ধে হাজার চেষ্টা করেও ফ্যাসিস্ট সরকার দুর্নীতির তকমা লাগাতে পারেনি।

জামায়াতে ইসলামী নেতাদের আর হারাবার কিছু নেই মন্তব্য করে গোলাম রসুল বলেন, যারা আমাদের হুমকি দিচ্ছেন তাদের জানা উচিৎ আমরা সত্যের পথেই থাকবো। বাংলার জমিনে জামায়াতে ইসলামী এখন আরও বেশি শক্তিশালী।  আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।  কোন দল যদি মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাই, তাহলে এদেশের নারীরাই তাদের ঝেটিয়ে  বিদায় করবে। 

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত যশোর ৩ আসনের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন,  যশোরের গণমানুষ পরিবর্তন চাই। ৭১ এর স্বাধীনতার পর থেকে যত দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে কেউ সাধারণ মানুষের জন্য কাজ করেনি। সবাই এসেছে শাসন করতে, আর আমাদের সম্পদ লুট করে তারা নিজেদের সম্পদ বাড়িয়েছে।  

তিনি বলেন,  ২৩৫ বিলিয়ন ডলার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে গেছে। তারা হাজার হাজার মানুষকে গুম করেছে, বিনা বিচারে জুলুম করেছে। তাদের আর মানুষ কোন দিন ক্ষমতায় দেখতে চাইনা। মানুষ যখন জামায়াতে ইসলামীর পাশে দাড়িয়েছে, ঠিক সে সময় একশ্রেণির মানুষ আমাদের ভয়ভীতি, হুমকি দেখাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামীর গনজাগরণ তারা ঠেকাতে পারবে না। এদেশে আর রাতের ভোট হবে না, আর কোনদিন ডামি নির্বাচন হতে দেয়া হবে না। যারা স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জয়লাভ করবেন। তাদের সেই স্বপ্ন বাংলাদেশে আর পূরণ হবে না। 

সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুর রহমান মনিরের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোরের সভাপতি আব্দুল মালেক খান, সদর থানার আমীর অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ফেরদৌস হাসান জহির প্রমুখ। 

পরে পথসভা শেষে রুপদিয়া বাজারে নির্বাচনী প্রচারণা চালায় নেতাকর্মীরা।


   আরও সংবাদ