ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় দিনে দুপুরে অভিনব কায়দায় টাকা ছিনতাই


প্রকাশ: ৮ জুন, ২০২১ ০৬:৩১ পূর্বাহ্ন


চৌগাছায় দিনে দুপুরে অভিনব কায়দায় টাকা ছিনতাই

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় দিনে দুপুরে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর নিকট থেকে দশ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে ঘটনানাটি ঘটেছে। লিচু ব্যবসায়ী লিটন হোসেনের নিকট থেকে ছিনতাই কারীরা এ টাকা ছিনতাই করে নেই। ব্যবসায়ী লিটন হোসেন পৌর শহরের বাকপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

লিচু ব্যবসায়ী লিটন হোসেন জানান, আমি ইসলামী ব্যাংক চৌগাছা শাখার সামনে ভ্যানে করে লিচু বিক্রি করছিলাম। এ সময় মাথায় লাল অড়না বাঁধা ২ জন মহিলা উড়ান্ত ছিনতায় কারী অবিনব কায়দায় আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে যায়। আমি তাদেরকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হই।

আমি ডাক চিৎকার করলেও তাদেরকে কেউ ধরতে পারেনি। পরে বিষয়টি জানা জানি হলে সারা শহর খুজেও তাদের পাওয়া যায়নি। তিনি বলেন আমি ফলের মহাজনকে দেওয়ার জন্য দশ হাজার টাকা গোচ করে পকেটে রেখে ছিলাম। তবে এ বিষয থানায় কনো অভিযোগ দেননি বলে তিনি সাংবাদিকদের জানান।


   আরও সংবাদ