ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


প্রকাশ: ১১ জুন, ২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন


মণিরামপুরে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ 

মণিরামপুর থানা পুলিশ বিশ্বনাথ (৫০) নামে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। সে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের প্রফুল্ল আচার্য্যরে ছেলে।

গোপন সূত্রে জানতে পেরে মণিরামপুর থানার এএসআই সোহেল রানা পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে  ১০ টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আটক বিশ্বনাথ ওরফে ভুতু মোটরসাইকেল চুরি চক্রের এক সদস্য ছিল। তাকে একটি চুরি মামলায় মামলায় আদালত সাত বছরে কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন সে ভারতে পলাতক ছিল।

বিগত একমাস আগে বিশ্বনাথ ভারত থেকে দেশে ফিরে প্রতাপকাটি গ্রামে নিজ বাড়িতে এসে আত্মগোপন করেছিলো। গোপন সূত্রে জানতে পেরে মণিরামপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।  শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।


   আরও সংবাদ