ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নামাজ পড়তে গিয়ে নিখোজপ্রধান শিক্ষক, থানায় জিডি


প্রকাশ: ১৫ জুন, ২০২১ ০৯:৫০ পূর্বাহ্ন


নামাজ পড়তে গিয়ে নিখোজপ্রধান শিক্ষক, থানায় জিডি

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়েছেন হাবিবুর রহমান (৪০) নামের এক প্রধান শিক্ষক। তিনি উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই গ্রামের সাদু মিয়ার ছেলে। এ বিষয়ে ওই শিক্ষকের স্ত্রী তানজিলা বেগম স্বামীর সন্ধান চেয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্ত চলছে।

সোমবার রাত ৮ দিকে মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি বলে জানিয়েছেন নিখোজ প্রধান শিক্ষকের স্বজনরা।
নিখোঁজ শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী তানজিলা বেগম জানান সোমবার রাত ৮ টার দিকে মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পরে আর বাড়ি ফিরে আসেনি। নামাজ পড়তে যাওয়ার সময় মোবাইল বাড়িতে রেখে যান হাবিবুর। বাড়ি ফিরে না আসলে মসজিদের অন্য মুসল্লিদের কাছে খোঁজ নিলে তারা বলেন, হাবিবুর নামাজ পড়তে যাননি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

তিনি জানান, উপজেলার মাড়ুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রকির চাকরির জন্য চারাবাড়ি গ্রামের আব্দুলের সাথে চার লাখ টাকা লেনদেন হয়। এই টাকার মৌখিক স্বাক্ষী ছিল আমার স্বামী। রকির চাকরি না হওয়ায় বিষয়টি নিয়ে প্রায় তাকে চিন্তিত থাকতে দেখতাম। আমার সন্দেহ হচ্ছে টাকার জন্য আমার স্বামীকে অপহরণ করা হয়েছে কিনা।

এ ঘটনায় তানজিলা বেগম স্বামীর সন্ধান চেয়ে মঙ্গলবার চৌগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ৬১৭।

জগদীশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান বলেন, আমি ঘটনা জানতে পেরে শিক্ষক হাবিবুর রহমানের বাড়িতে গিয়েছিলাম। পরিবারকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, নিখোঁজ পরিবার থানায় জিডি করেছেন। জিডির সূত্র ধরে আমরা তাকে উদ্ধারে কাজ করছি।


   আরও সংবাদ