ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

৩৩৩ নম্বরে কল করলে বাড়িতে পোঁছে যাবে বেনাপোল পৌরসভার খাদ্য


প্রকাশ: ১৬ জুন, ২০২১ ১২:৫৩ অপরাহ্ন


৩৩৩ নম্বরে কল করলে বাড়িতে পোঁছে যাবে বেনাপোল পৌরসভার খাদ্য

আশানুর রহমান আশা, বেনাপোলঃ

করোনার দ্বিতীয় ঢেউ এ গৃহবন্দি অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছাতে ৩৩৩ ডিজিটের নাম্বারে কল করলেই আপনার বাড়িতে  বেনাপোল পৌরসভার পক্ষ থেকে পৌঁছাবে খাদ্য। 

রবিবার (১৩ জুন) সকাল থেকে এ কার্যক্রম চালু করা হয়েছে। 

যেসব পরিবার খাদ্য সংকটে ভুগছেন তারা নিঃসংকোচে ৩৩৩ তে কল করলে বেনাপোল  পৌরসভার তরফ থেকে তাদের দুয়ারে পোঁছে যাবে এ খাদ্য সহায়তা।

বেনাপোল পৌরসভার হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিক খাদ্য সংকটে ভুগছেন, এমন পরিবার ৩৩৩ তে কল করলে  শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদর্শনা মোতাবেক উপজেলা ত্রাণ কর্মকর্তা যাচাই-বাছাই পূর্বক বেনাপোল পৌরসভায় ফোন করে বিস্তারিত জানিয়ে খাদ্য পৌঁছে দিতে বলেন। পরবর্তীতে বেনাপোল পৌরসভা মেয়র আশরাফুল আলম লিটন খাদ্য সংকটের বিষয়ে অবহিত করে নির্দেশ প্রদান করলে আমরা পৌরসভার পক্ষ থেকে সেইসব  অসহায় দুস্থ পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়।

বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ৩৩৩ তে কল করা ৫টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।


   আরও সংবাদ