ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় করোনায় ১ জনের মৃত্যু আক্রান্ত ৭


প্রকাশ: ১৮ জুন, ২০২১ ০৮:৩৯ পূর্বাহ্ন


চৌগাছায় করোনায় ১ জনের মৃত্যু আক্রান্ত ৭


মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় পৌর এলাকা লকডাউনের প্রথমদিনে লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে মালামার বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক।

এদিকে সকাল থেকে শহরের প্রধান প্রধান শপিংমল এলাকায় চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ হ্যান্ড মাইকে নিয়ে সকল ব্যবসায়ীকে স্বাস্থ্য বিধি মেনে চলা ও দোকান বন্ধ রাখার অনুরোধ করেন। এদিকে পৌর শহরের পশ্চিম কারিগর পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম হোসেন (৭৫) করোনা উপসৎর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। এদিকে ১৮ জুন ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন।

জানা যায়, পৌর শহরে লকডাউনের প্রথমদিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক। এ সময় তিনি লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের দরজা খুলে দোকানের মধ্যে অনেকগুলো ক্রেতা রেখে বেচাকেনা করার দায়ে কাপুড়িয়া বাজারের হাসান বস্ত্রালয়কে ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন। দোকানের সামনের রাস্তা অবৈধভাবে দখলে রাখার অপরাধে ব্রীজঘাট এলাকার মুদি ব্যবসায়ী হাফিজুর রহমানকে ৫ হাজার ও অমল কুমারের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় অবৈধভাবে সড়ক দখলে রাখায় একটি মার্কেটের সামনের ফলস ওয়াল ভেঙে দেওয়া হয়। এদিকে এদিকে পৌর শহরের পশ্চিম কারিগর পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম হোসেন (৭৫) করোনা উপসৎর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি পশ্চিম কারিগর পাড়ার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে ও চৌগাছা শহরের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী হাজী হাসিবুর রহমানের বড় ভাই।

হাসিবুর রহমান বলেন, কয়েকদিন যাবৎ ভাইজানের ঠান্ড,জ্বর,কাঁশি ও শ্বাস কষ্ট হচ্ছিল। ডাক্তার দেখিয়ে বাড়ীতেই চিকিৎসা নিচ্ছেলেন। শুক্রবার দুপুরে হঠাৎ করেই শ্বাস কষ্ট বেড়ে গেলে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা জেবিন তাকে যশোর রেফার করেন। যশোরে নেওয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ১শ ৬২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন রোগী করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। এদিকে ১৮ জুন ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তারা হলেন, সিংহঝুলির রেজাউল করিম (৬৬) একই রিফাত বিন তুহান (৪৩), শার্শার পাকশিয়া গ্রামের খাদিজা বেগম (৭২), পৌরসভার নিরিবিলি পাড়ার আনোয়ারা (৫০), আমানত আলী (৭০), সাইফুল আনোয়ার ইকবাল (৬৫) এবং পাঁচনমনা গ্রামের শমিরুজ্জাম (৪১)।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুর নাহার লাকি বলেন, সর্বশেষ ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ১শ ৬২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন রোগী করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধিকরা হচ্ছে। বিধি না মানলে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলায় করোনা সনাক্তের হার উৎবেগ জনক হারে উর্ধমূখী হওয়ায় প্রাথমিক ভাকে ৭ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে।


   আরও সংবাদ