প্রকাশ: ২২ জুন, ২০২১ ০২:৩১ পূর্বাহ্ন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে এই বিধিনিষেধ চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। সোমবার (২১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, ওসি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ উপস্থিত ছিলেন।
লকডাউনের অংশ হিসেবে কোটালীপাড়ার সকল হাট-বাজারের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ঔষধের দোকান ও কৃষিপণ্যের দোকান খোলা রাখা যাবে। একইভাবে বন্ধ থাকবে ভ্যান, ইজিবাইক, বাস ও মোটরসাইকেল চলাচল।