ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় লকডাউন বিধি অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশ: ২৫ জুন, ২০২১ ০৩:১২ পূর্বাহ্ন


চৌগাছায় লকডাউন বিধি অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় লকডাউনের বিধি অমান্য করায় এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী এনামুল হক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বৃহস্পতিবার সকালে শহরের চৌগাছা-যশোর সড়কে একটি মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করে দোকান খোলায় তানভির স্টোরের মালিক মিন্টু রহমানকে ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, পুলিশের উপ-পরিদর্শক নুর উন নবী এবং আনছার ও গ্রাম পুলিশসদস্য বৃন্দ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন, অতি মহামারি করোনা সংক্রমন প্রতিরোধে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। শহরের অধিকাংশ ব্যবসায়ী বিধি নিষেধ মেনে চললেও কিছু অসাধু ব্যবসায়ী তা অমান্য করছেন। করোনা সংক্রমন প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে একজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।


   আরও সংবাদ