ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

লকডাউন অমান্য করে হোটেল খোলায় চৌগাছায় জরিমানা


প্রকাশ: ২৫ জুন, ২০২১ ০৩:১৫ পূর্বাহ্ন


লকডাউন অমান্য করে হোটেল খোলায় চৌগাছায় জরিমানা

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে হোটেল খুলে বেচাকেনা করার অপরাধে ২ হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হকের আদালত তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করেন।

আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে হোটেল খুলে বেচাকেনা করায় কাচামাল বাজারের কামরুলের হোটেল এবং শহরের ভাস্কর্য মোড়ের হরেন ঘোষের মালিকানাধীন আদি ঘোষ ডেয়ারীর প্রত্যেককে ১ হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


   আরও সংবাদ