ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মোটরসাইকেলে একাধিক আরোহী নিয়ে চলাচল করায় চৌগাছায় জরিমানা


প্রকাশ: ২৯ জুন, ২০২১ ০৮:২০ পূর্বাহ্ন


মোটরসাইকেলে একাধিক আরোহী নিয়ে চলাচল করায় চৌগাছায় জরিমানা

মোঃ ফখরুল ইসলাম,চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় বিধি-নিষেধ অমান্য করে দোকান খুলে বেচাকেনার অপরাধে শহরের এক গার্মেন্টস দোকানি এবং নিষেধাজ্ঞা অমান্য করে একাধিক আরোহী নিয়ে চলাচল করায় ৪ মোটরসাইকেল চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলাবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, চৌগাছা থানার এসআই এনামুল হকসহ পুলিশ ও আনছার সদস্যরা তার সাথে ছিলেন।

আদালতে শহরের বায়েজিদ গার্মেন্টসের মালিক মোমিনুর রহমানকে ২ হাজার টাকা, মোটরসাইকেল চালক উপজেলার দিঘলসিংহা গ্রামের রানা ইসলাম, মাড়ুয়া গ্রামের রাকিব উদ্দিন, মহেশপুর উপজেলার আলামপুর ব্রিজঘাটের মফিজুর রহমান, একই উপজেলার বড়বাড়ি গ্রামের নয়ন হোসেনের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।


   আরও সংবাদ