ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নিউ‌মোনিয়ায় আক্রান্ত হ‌য়ে স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশ: ৬ জুলাই, ২০২১ ০৬:৩২ পূর্বাহ্ন


নিউ‌মোনিয়ায় আক্রান্ত হ‌য়ে স্কুলছাত্রীর মৃত্যু

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :

নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত হ‌য়ে শি‌রিনা সুলতানা স্বপ্না (১৬) না‌মে এক মেধাবী স্কুলছাত্রীর মৃত‌্যু হয়েছেছে।

সে যশোরের চৌগাছা উপ‌জেলার উত্তর কয়ারপাড়া গ্রা‌মের ম‌শিয়ার রহমা‌নের মে‌য়ে। স্বপ্না চৌগাছা ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণিতে পড়তো।

মৃতের পরিবার জানায়, স্বপ্না বেশ কিছু‌দিন ধরে ডায়া‌বে‌টিসে আক্রান্ত হ‌য়ে নানা শা‌রিীরিক জ‌টিলতায় ভুগ‌ছি‌ল। সম্প্রতি নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত হ‌লে প্রথ‌মে তা‌কে চৌগাছা হাসপাতাল তারপর য‌শোর জেনা‌রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোর থেকে খুলনার এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখা‌নে আই‌সিইউ‌তে থাকা অবস্থায় সোমবার গভীর রা‌তে সে মৃত‌্যুবরণ ক‌রে।

চৌগাছা ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধানশিক্ষক কামাল আহ‌মেদ, ব‌লেন মে‌য়ে‌টি খুবই হাসিখু‌শি এবং মেধাবী ছিল। আমা‌দের বিদ‌্যাল‌য়ে বে‌শিরভাগ পরীক্ষায় সে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে। ২০২১ সা‌লের এসএস‌সি পরীক্ষায় তার অংশগ্রহণ করার কথা ছিল।


   আরও সংবাদ