প্রকাশ: ১৫ জুলাই, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ন
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবল আলম রিংকুর মা নূরজাহান বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ােম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা বাজার সেক্রেটারি মোঃ ইবাদত হোসেন, বি এন নিউজ প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম, মাওঃ আব্দুর রহমান, হাফেজ মনিরুল ইসলাম ও বিশিষ্ট রাজনিতিবিদ সানোয়ারহোসেন বকুল প্রমুখ।
জানাজার ইমামতি করেন স্বরুপদাহ বড় মসজিদের ইমাম মাওঃ মোজাম্মেল হক।