ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

এবার মণিরামপুর মান্দারতলা ঈদগাহে হাজারও মুসল্লীর সমাগম!


প্রকাশ: ২৮ জুলাই, ২০২১ ০৫:৪৪ পূর্বাহ্ন


এবার মণিরামপুর মান্দারতলা ঈদগাহে হাজারও মুসল্লীর সমাগম!

মণিরামপুর যশোর থেকে আব্বাস উদ্দীন : বিগত প্রায় দেড় বছর ধরে বৈশ্বিক মহামারী করোনা (কোভিড-১৯) গোটা বিশ্বব্যাপি মহাসংকটময় এক পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রতিটি দেশের মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে জীবন অতিবাহিত করছে।

প্রত্যেকটি দেশ এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে জীবন বাঁচাতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নানা বিধিনিষেধ আরোপ করে জনগনকে সর্বদা গণজমায়েত এড়িয়ে চলার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়।

আমাদের দেশে গণজমায়েত এড়িয়ে চলার জন্য ধর্মীয় কার্যাদিতে জনসমাগমের ক্ষেত্রেও বিধিনিষেধ অারোপ করা হয়। মুসলমানদের ধর্মীয় বড় উৎসব ঈদের নামায ঈদগাহে আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দীর্ঘ প্রায় দেড় বছরে তিন তিনটি ঈদের নামায ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে ধর্মপ্রান মুসলমানেরা আদায় করেছে। 

সরকার এ বছর ঈদুল অাযহার নামায ঈদগাহে অায়োজন করা যাবে মর্মে ঘোষনা দেওয়ার পর দেশের অধিকাংশ স্থানে ঈদের নামায ঈদগাহে আয়োজন করা হয়। যশোর জেলার মণিরামপুর উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ হিসেবে খ্যাত বিজয়রামপুর মান্দারতলা ঈদগাহে প্রায় ২০ গ্রামের হাজার হাজার মুসল্লী তাই অনেকদিন পরে পূর্ব পুরুষদের নির্মিত ঐতিহ্যবাহী ঈদগাহে তথা বড় পরিসরের ঈদ জামায়াতে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে হাজির হয়েছিলেন। সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।  সকল মুসল্লীরা মুখে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ের অাগেই ঈদের ময়দানে উপস্থিত হন। 

এতে মুসল্লীদের সমাগমে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনেকদিনপর বিজয়রামপুর মান্দারতলা ঈদগাহ ময়দানের সেই লোকসমাগম দেখে মুসল্লীরা আনন্দ-উচ্ছাস প্রকাশ করে মারহাবা ধ্বনি উচ্চারন করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

বিজয়রামপুর মান্দারতলা ঈদগাহের ঈমাম আলহাজ্ব মাওঃ হাফিজুর রহমান দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী ঈদগাহে হাজার হাজার মুসল্লীর উপস্থিতে পবিত্র ঈদুল আজহার নামায আদায় করতে পেরে আল্লাহ তালার দরবারে শোকর গোজার করেন। 

এদিকে দীর্ঘদিন পর মণিরামপুর উপজেলার সর্ববৃহৎ ঈদগাহের মুসল্লী বিশেষ করে বিজয়রামপুর, কাশিপুর, হালসা, ঘুঘুরাইল, পাড়দিয়া, লাউড়ী, তাহেরপুর, জুড়ানপুর, পাতন, কুষ্ণবাটি, চন্ডিপুর, তেতুলিয়া, মোহনপুর, মণিরামপুর, হেলাঞ্চি, ঘিবা, শ্যামকূড়সহ আশপাশের প্রায় বিশ গ্রামের হাজার হাজার মুসল্লীরা এবার তাদের প্রায় শত বছরের ঐতিহ্যবাহী ঈদগাহে সমবেতভাবে নামায অাদায় করতে পেরে মুসল্লিদের মধ্যে বাড়তি আনন্দ উচ্ছাস লক্ষ্য করা গেছে।


   আরও সংবাদ