প্রকাশ: ২৮ জুলাই, ২০২১ ০৬:২২ পূর্বাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান আশা : শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামে একদল সন্ত্রাসী কতৃর্ক গুরুতর জখম হয়েছে একই গ্রামের রনি (২০)পিতা মনিরুল ইসলাম নামের এক যুবক।
মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে।এলাকাবাসী সুত্রে জানা যায়, চা পান করা কে কেন্দ্র করে আমতলা গাতিপাড়া গ্রামের সন্ত্রাসী সাহিদার পুত্র রফি, ওমরের পুত্রসেলিম,সিরাজের পুত্র হ্যাপি ও বিল্লাল সহ ১০/১১ জনের সন্ত্রাসী দল লাঠি রামদা সহ অস্ত্র দিয়ে রনিকে বেদড়ক মারপিট করে মারাত্বক জখম করে।
আহতের মাথায় ও শরীরে মারাত্বকআঘাতের চিহন্ন রয়েছে। রনির অবস্থা বেগতিক দেখে শার্শা থানা হাসপাতাল পরে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গোড়পাড়া পুলিশ ফাঁড়ি অবগত। মামলার প্রস্ততি চলছে।