ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মানবসেবায় এগিয়ে এলেন মণিরামপুর কল্যাণ সমিতি


প্রকাশ: ২ অগাস্ট, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন


মানবসেবায় এগিয়ে এলেন মণিরামপুর কল্যাণ সমিতি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত মুমুর্ষ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার মহান উদ্যোগ গ্রহন করেছেন যশোরস্থ্য ‘মণিরামপুর কল্যাণ সমিতি’। সমিতির উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের সেবার জন্য অক্সিজেন কন্সেনট্রেটর, পিপিই, গাউন, হ্যান্ড গ্লোভস, হেডকভারসহ বিভিন্ন করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রা রানী দেবনাথের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে মণিরামপুর কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এ,এইচ,এম আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গণিসহ সমিতির নেতৃবৃন্দ এ উপাদান সামগ্রি প্রদান করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর কল্যাণ সমিতির সহসভাপতি শামছুর রহমান, আলহাজ্জ্ব এস,এম ইয়াকুব আলী, আলহাজ্জ্ব ইকবাল হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ  হাফিজুর রহমান, আজীবন সদস্য প্রবাশি ব্যবসায়ী আলী হোসেন, মণিরামপুর প্রেসকাবের সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মল্লিক, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, প্রচার সম্পাদক প্রভাষক ফরিদ উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, ক্রীড়া সম্পাদক এস,এম খবিরুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মহসিন কবির, প্রভাষক নাজিম উদ্দীন, প্রভাষক বিকাশ কুমার, সুকুমার চক্রবর্তী, আজগর আহমেদ, কওছার আহমেদ, আবু শাহিন, আঃ আলিম জিন্নাহ, মাষ্টার জয়নুল আবেদিন, সাংবাদিক রাহুল রায় প্রমুখ।


   আরও সংবাদ