প্রকাশ: ৫ অগাস্ট, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত সেলিম হোসেন (২৭) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকালে ঢাকায় সেলিম মারা যান। তিনি উপজেলার সিংহঝুলী গ্রামের বিসে রহমানের ছেলে। গত ২৭ জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে তিনি মাঠে যাওয়ার জন্য যশোর-চৌগাছা সড়কের টালিখোলা নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোরের দিক থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেরেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করাহয়। সেখানে দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থেকে আজ বুধবার তিনি মারা যান।
সিংহঝুলী গ্রামের বাসিন্দা ও চৌগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রহিদুল ইসলাম খান বলেন, তারা খুবই দরিদ্র পরিবারের। মাঠে অন্যের ক্ষেতে মজুরি দিতে যাচ্ছিলেন তিনি। তিনি জানান, গ্রামের মানুষের কাছ থেকে সহযোগীতা (টাকা) তুলে তার চিকিৎসা খরচ চলছিল।