ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন


প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ন


চৌগাছায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় জাতির জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে। রোববার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করা হয়। পরে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চৌগাছা থানা, উপজেলা আওয়ামী লীগ, চৌগাছা প্রেসক্লাব, যুবলীগ, সেচ্ছসেবকলীগ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর উপজেলা পরিষদ, চৌগাছা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদে পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষেহাসপাতালের ভর্তি রোগীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছসেবগলীগ ও ছাত্রলীগের আয়োজনে পৌরশহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন কর হয়েছে।

উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। এসব কর্মসূচিতে নেতৃত্বদেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মেহেদি মাছুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.লুৎফুন নাহার লাকি, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবমহিলা লীগের যুগ্ম স¤পাদক ও উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, স¤পাদক প্রভাষক অমেদুল ইসলামসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 


   আরও সংবাদ