প্রকাশ: ২২ অগাস্ট, ২০২১ ১২:৪১ অপরাহ্ন
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় বাড়ির পাশের পুকুর থেকে মারিয়া (১০) নামের মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মুত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের দক্ষিণ পাড়ার একটি পুকুরে পড়ে তার মৃত্যু হয়। রাতে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে। সে গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, মারিয়া মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিলো। শুক্রবার বিকেল থেকে মারিয়াকে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যায় পুকুরে পায়ের চটি ভেসে থাকতে দেখে প্রতিবেশীরা। এরপরে পুকুর থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করে ।
ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক প্রতিবন্ধী ছিলো। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মেয়েটির স্বজনদের ধারণা। যে কারণে তারা কোনো অভিযোগ করবেন না বলে জানান তিনি।