প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ন
 
            
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনার এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ও উপজেলা প্রশাসন চৌগাছার আয়োজনে বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোট ৪২ জন উদ্যোক্তাকে ৬৬ লাখ টাকা প্রণোদনার এসএমই ঋণ দেয়া হয়। এরমধ্যে ২২ জনকে দুই লাখ টাকা করে, ১৯ জনকে এক লাখ টাকা করে এবং এক জনকে তিন লাখ টাকা প্রণোদনার ঋণ দেয়া হয়েছে। দুই বছর মেয়াদী এসব ঋণ গ্রহীতাদের কাছ থেকে প্রথম বছরের প্রথম দুই মাস কোনো কিস্তি নেয়া হবে না। এরপর একমাস পরপর ঋণের কিস্তি পরিশোধ করবেন গ্রহীতারা।
ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিআরডিবি যশোরের উপ-পরিচালক কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিআরডিবির চেয়ারম্যান ওলিয়ার রহমার মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিংহঝুলি ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, বিআরডিবির জুনিয়র কর্মকর্তা কর্মকর্তা (হিসাব) নাসির উদ্দিন, হিসাব সহকারী আবু সাঈদ প্রমুখ।