প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২১ ১০:৩৯ পূর্বাহ্ন
 
            
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি : চৌগাছায় এনজিওর ঋণের দায় মালিকের ওপরে চাপিয়ে লাপাত্তা হয়েছেন এক ভাড়াটিয়া। এমন অভিযোগ করছেন শহরের নিরিবিলি ফুড কর্নারের মালিক শাহাজ্জেল হোসেন। তিনি অভিযোগ করেন, ভাড়াটিয়া আসাদ ও তার স্ত্রীর ৬০ হাজার টাকা ঋণের দায় তার (শাহাজ্জেল) ঘাড়ে চাপিয়ে এবং দোকান থেকে আরো নগদ ৫২ হাজার টাকা ও মালামাল নিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছে। শাহাজ্জেল হোসেন উপজেলার পাতিবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বদর উদ্দীন বিশ্বাসের ছেলে। তিনি শহরের নিরিবিলি ফুড কর্নারের মালিক। তিনি জানান, পৌরসভার চার নম্বর ওয়ার্ডে তার টিনশেডের পৃথক দুই ইউনিটের একটি বাসা রয়েছে। একটি ইউনিট প্রতিমাসে দেড় হাজার টাকায় ভাড়া নিয়ে প্রায় ৮ মাস বসবাস করে আসছিলো আসাদ নামের এক কাঁচামাল ব্যবসায়ী। আসাদ যশোর সদরের বারিনগর ইউনিয়নের ছোট হৈবতপুর গ্রামের আমিন উদ্দীন বিশ্বাসের ছেলে। আসাদের স্ত্রীর নাম রেশমা বেগম। তাদের এক ছেলে আলামিন বাসার মালিক শাহাজ্জেলের ফুড কর্নারে কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন শাহাজ্জেল। আসাদ পাইকারি কাঁচামালের ব্যবসা করতো। একদিন বাড়িমালিক শাহাজ্জলকে জানান- তিনি গ্রামীণ ব্যাংক ও আরআরএফ এনজিও থেকে ৬০ হাজার টাক...