ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুরের পল্লীতে দরিদ্র কৃষকের ২’শ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা


প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ন


 মণিরামপুরের পল্লীতে দরিদ্র কৃষকের ২’শ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুরের পল্লীতে এক দরিদ্র কৃষকের ২’শ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে  উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই গ্রামের দরিদ্র কৃষক ইব্রাহিম হোসেনের ২ বিঘা জমির প্রায় ২’শ ফলন্ত পেঁপে গাছ শত্রæতা বশতঃ দুর্বৃত্তরা কেটে দিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ইব্রাহিম জানান,বৃহস্পতিবার সকালে আমার পেঁপে েেত যেয়ে দেখি প্রায় ২শ’ ফলন্ত পেঁপে গাছ কে বা কাহারা রাতের আধারে কেটে দিয়েছে। গাছগুলো মাটিতে পড়ে আছে। আমি দরিদ্র মানুষ, অনেক ধার-দেনা করে এই জমি অন্যের কাছ থেকে বন্ধক নিয়ে পেঁপের আবাদ করেছিলাম। পেঁপে গাছগুলো কেটে দেওয়ায় আমার জ্জ লাখ টাকার তি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি আইনের আশ্রয় নিতে থানায় সাধারন ডায়রি করবেন বলে জানান। স্থানীয় গ্রামবাসিরা দরিদ্র কৃষক ইব্রাহিমের এহেন তি মেনে নেওয়া যায় না মন্তব্য করে বলেন  এটা অমানবিক ঘটনা।


   আরও সংবাদ