প্রকাশ: ২৮ অগাস্ট, ২০২১ ১০:১১ পূর্বাহ্ন
এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধিঃ
"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস ভবন কক্ষে আজ শনিবার বিকাল ৩ টায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হব বাবুল এর সভাপতিত্বে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, কামরুল হাসান,সাধারণ সম্পাদক এম সোহেল, এবং আল আমিন হিরন,এম এ ইউসুফ আলী,বনি আমিন, মাহমুদ হাসান সাব্বির,তূহিন রাজসহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকতা সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।