প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২১ ০৮:২৩ পূর্বাহ্ন
 
            
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
চৌগাছা উপজেলার সিংহঝুলি-গরীবপুর সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলায় এটি একটি ব্যস্ততম সড়ক। এর দৈর্ঘ মাত্র আড়াই কিলোমিটার। সড়কটি মূলত যশোর-চৌগাছা ও চৌগাছা-ঝিকরগাছা সড়কের সংযোগ হিসেবে কাজ করে। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রাক,পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি,অটো-রিকশা, ইঞ্জিনভ্যান ও প্রচুর মোটরসাইকেল যাতায়াত করে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে তিন ধাপে এ সড়কটি পাকাকরণ করা হয়। তিন ধাপের প্রথম ধাপে যে দেড় কিলামিটার পাকা করা হয়েছিল সে অংশটুকুর অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এই দেড় কিলোমিটার সড়ক দিয়ে যানবাহন চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সড়কের দুইপাশে প্রায় এক ডজন পুকুর থাকেলও সড়ক নির্মাণের সময় সড়ক রক্ষার জন্য পুকুর পাড়ে কোনো প্যালাসাইট নির্মাণ করা হয়নি। এ সড়কটি সংস্কারের জন্য এলাকার লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপেজলা প্রকৌশল অফিসসহ বিভন্ন দপ্তরে ধর্ণা দিয়ও কোনো প্রতিকার পায়নি। সড়কটি সংস্কারের ব্যাপারে চৌগাছা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মুনছুর রহমান বলেন যথাসময়ে সংস্কার করা হবে।