ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ২৩১ জন কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ন


চৌগাছায় ২৩১ জন কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় ২৩১ জন কৃষকদের মাঝে বিনামুল্যে গ্রীস্ম কালিন পাটবীজ ও পিয়াজ বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার এ শ্লোগানকে সামনে রেখে খরিপ-২২, ২০২১-২২ মৌসুমে পেঁয়াজ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্ণবাসন কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মৎস কর্মকর্তা এ এস এম শাহাজান সিরাজ, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দীন চুন্নু বড় মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, নারায়নপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, তাপস কুমার ঘোষ, নাজমুল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে ৩০ জন কৃষককে ৫০০ গ্রাম করে পাটবীজ, ইউরিয়া ১০ কেজি, এম ওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি ও নগদ ২ হাজার ৬ শ টাকা। এ ছাড়া ২০১ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, ১ বোতল কিটনাশক, ৬ কেজি পলিথিন, ১ কেজি সুতালি ও নগদ ২ হাজার ৮শ টাকা দেওয়া হয়েছে।


   আরও সংবাদ