প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:১১ পূর্বাহ্ন
 
            
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় ট্রাফিক যশোর পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১শ ৩৩ মোটরসাইকেল আটক করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চৌগাছা বাজারের বিভিন্ন মোড় ও সড়কে অভিযান চালিয়ে এই মোটরসাইকেল আটক করা হয়। আটক করা মোটরসাইকেল গুলো চৌগাছা থানায় সোপর্দ করেন ট্রাফিক কর্মকর্তারা।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাজ্জাদ হোসেন বলেন, নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স না থাকা, দুইয়ের অধিক যাত্রী বহন ও হেলমেটব্যবহার না করার অপরাধে এসব মোটরসাইকেল আটক করে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে। এ সময় ট্রাফিক পুলিশের টিএসআই সরোয়ার আলম, এটিএসআই আনছার আলী ও ট্রাফিক পুলিশের সদস্যরা তার সাথে ছিলেন। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই নুরুনব্বী বলেন, মোট ১শ ৩৩ মামলায় ১শ ৩৩ টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছে ট্রাফিক পুলিশ। এ ছাড়া মোটরসাইকেলের মালিকদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।