ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

চৌগাছায় স্বাধীন আলোর সাংবাদিক আজিজুর রহমানের চাচার মৃত্যু


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০৬:৩৭ পূর্বাহ্ন


চৌগাছায় স্বাধীন আলোর সাংবাদিক আজিজুর রহমানের চাচার মৃত্যু

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছার বাকপাড়া গ্রামে স্বাধীন আলোর সাংবাদিক আজিজুর রহমানের ছোট চাচা আবু কালাম ( ৫৫) গতকাল শনিবার রাত ৯.৩০ মিনিটে ষ্ট্রোক করে মারা গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারের মধ্যে শোক বয়ে চলছে।

রবিবার সকাল ১০ টায় তার নিজ বাড়ীতে জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজায় অংশ গ্রহন করেন ও শোক প্রকাশ করেন চৌগাছা উপজেলার জামাতের আমির মাওঃ গোলাম মোরশেদ, চৌগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল আহমেদ, চৌগাছা কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ রেজাউল ইসলাম, মাওঃ গিয়াস উদ্দীন, সাংবাদিক মাষ্টার রহিদুল ইসলাম খান, কাউন্সিলর সাইদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়র,সরোয়ার হুসাইন, মাওঃ আব্দুল খালেক, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আলা উদ্দীন প্রমুখ।

মরহুম আবু কালামের ভাইপো মাওঃ শামছুর রহমানের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজার শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ আত্বীয় স্বজন রেখে গেছেন।


   আরও সংবাদ