ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে যাত্রীবাহী টেকার নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরের পানিতে পড়ে ১৫ জন আহত


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন


মণিরামপুরে যাত্রীবাহী টেকার নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরের পানিতে পড়ে ১৫ জন আহত

মণিরামপুর (যশোর)প্রতিনিধিঃ মণিরামপুরে যাত্রীবাহী একটি টেকার নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরের পানিতে পড়ে ১৫ জন আহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত টেকার চালকের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিকরগাছা থেকে ১৫/১৬ জনের একটি যাত্রীবাহী টেকার মণিরামপুর অভিমুখে যাওয়ার পথে  ঝিকরগাছা-মণিরামপুর সড়কের জলকর রোহিতা গ্রামে একটি কাভার্ড ভ্যানকে ওভার টেক করে যাবার প্রাক্কালে দূর্ঘটনায় কবলিত হয়ে টেকারটি পাশ^বর্ত্তী মাছের ঘেরে উল্টে গিয়ে পানিতে পড়ে যায়। এ সময় টেকারের ড্রাইভার শামিম হোসেন(৪০)সহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের মধ্যে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আনজুমানারা (৪৫), আমিনপুর গ্রামের আলাউদ্দিন (২৭), পট্টি গ্রামের জামসেদ আলী (৬০), টেকারের চালক শামিম হোসেন (৪০) ও ঝিকরগাছা উপজেলার পারাসাতপুর গ্রামের আব্দুল মোমিন(৪৫)কে উদ্ধার করে চিকিৎসাকল্পে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন।  এদের মধ্যে টেকারের ড্রাইভার শামিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রিফার করা হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
 


   আরও সংবাদ