ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছার সিংহঝুলী আলিম মাদ্রাসার ৪ তলার নতুন ভবন উদ্বোধন


প্রকাশ: ২ অক্টোবর, ২০২১ ০৯:০৪ পূর্বাহ্ন


চৌগাছার সিংহঝুলী আলিম মাদ্রাসার ৪ তলার নতুন ভবন উদ্বোধন

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদসদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দিন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ ভবন নির্মিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালানা পর্ষদের সভাপতি ও যশোর আইনজীবি সমিতি সাধারণ সম্পাদক অ্যাড শাহিনুর আলম শাহিন। প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মেজর জেনারেল (অব) ডা. নাসীর উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের নেতা মাস্টার সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, মাদ্রাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মেজর জেনারেল (অব)  নাসীর উদ্দিন বলেন, দেশাত্মবোধ স্বাধীনতার চেতনা ও মর্যাদার জন্য লড়াইয়ের মানষিকতা নিয়ে শিশুদের বড় হতে হবে। তিনি বলেন, শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছিল তা বাস্তবায়ন করতে সরকার কাজ করছে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করে গড়ে তুলতে কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছে সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।


   আরও সংবাদ