ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ন


যশোরে রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের চুড়ামনকাটি রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত (৩২) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।


 
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, চুড়ামনকাটি রেল স্টেশনের অদূরে একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদ পাই আমরা।

যেহেতু সেটি রেল পুলিশের তত্ত্বাবধানকৃত এলাকা সেহেতু বিষয়টি তাদেরকে জানানো হয়। পরে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।


   আরও সংবাদ