প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২১ ০৫:৫২ পূর্বাহ্ন
 
            
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছার খড়িন্চা গ্রামের প্রাক্তন মেম্বর আব্দুল মুজিদের মা  (৯৫) বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার রাত ৮ টার সময় মারা গেছেন। 
শুক্রবার সকাল ১১ টার সময় খড়িন্চা গ্রামে নিজ বাড়ীতে জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজায় অংশ গ্রহন করেন ও শোক প্রকাশ করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুল লতিফ, চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক ও চৌগাছা উপজেলার জামাতের আমির মাওঃ গোলাম মোরশেদ, বি এন নিউজের প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওঃ গিয়াস উদ্দীন ও মাওঃ জামাত আলী, আন্দারকোটা মহিলা মাদ্রাসার শিক্ষক মাওঃ আবু বকর, মাষ্টার শহিদুল ইসলাম, মাশিলা গ্রামের খোকন, স্বরুপদাহ গ্রামের প্রাক্তন মেম্বর জহুরুল ইসলাম বাবু, মাকাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ জাহাংগীর আলম প্রমুখ।
জানাজার নামাজ পড়ান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুল লতিফ। জানাজার শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। তিনি ছেলে মেয়ে সহ অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন।