প্রকাশ: ২২ অক্টোবর, ২০২১ ০৯:১৭ পূর্বাহ্ন
 
            
মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়নে অনুষ্ঠিতব্য আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে  চেয়ারম্যান পদে ১৩ জন (স্বতন্ত্র), সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন এবং সাধারণ সদস্য পদে ৩০৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত )মোঃ বজলুর রশীদ। তবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভের জন্য ১৩০ জন চেয়ারম্যান প্রার্থী দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে সুত্রে জানা গেছে। 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিলের শেষ দিন আগামী ২ নভেম্বর। ফলে ১৬টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের ১ লক্ষ ৪৮ হাজার ৮’শ ৮২ জন পুরুষ ও  ১ লক্ষ ৪৬ হাজার ১’শ ৫৩ জন নারী মোট ২ লক্ষ ৯৫ হাজার ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, মামলা জনিত কারণে উপজেলার ১০নং হরিহরনগর ইউনিয়নের নির্বাচন দেরিতে অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ উত্তীর্ন না হওয়ায় ওই ইউনিয়নে এই ধাপে নির্বাচন হচ্ছে না।