প্রকাশ: ২২ অক্টোবর, ২০২১ ০৯:২১ পূর্বাহ্ন
রহিদুল খান : যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিন চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দলীয়ভাবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১১ ইউনিয়নের মধ্যে একমাত্র ফুলসারা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার ফলে তাকে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাদবাকি ১০ ইউনিয়নেই নৌকা প্রতিক প্রাপ্তদের বিপক্ষে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে যদী এসব প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার না করানো যায় তবে মাঠে সবার উপস্থিতি থাকবে। আর যদি সকল বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে নৌকা প্রতিকের প্রার্থীরা।
এক তথ্যানুসন্ধানে জানাযায় ২ নং পাশাপোল ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রতিক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ। এ ইউনিয়নে আরো দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহিন রহমান ও পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক আব্দুল মতলেব।
৩ নং সিংহঝুলি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রেন্দু। তার বিপক্ষে আরো দুইজন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান নৌকা প্রতিকের প্রার্থীকে হারিয়ে দিয়ে যিনি বিজয় লাভ করেছিলেন সিংহঝুলি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বাদল। এছাড়া আছেন যুবলীগের উপজেলা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ মল্লিক।
৪ নং ধুলিয়ানী ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল আওয়ামীলীগের দলীয় প্রার্থী এসএম আব্দুস সবুর। এ ইউনিয়নে নৌকা প্রতিকের শক্ত প্রতিপক্ষ হয়েছেন সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন ও আওয়ামীলীগ নেতা এসএম মোমিনুর রহমান।
৫ নং চৌগাছা ইউনিয়নে নৌকা প্রতিক পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও চৌগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তার প্রতিপক্ষ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক শামীম রেজা।
৬ নং জগদিশপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান খান । তার প্রতিপক্ষ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তবিবর রহমানের ভাতিজা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির সদস্য মাস্টার সিরাজুল ইসলাম।
৭ নং পাতিবিলা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। তার প্রতিপক্ষ হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া ও আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর।
৮ নং হাকিমপুর ইউনিয়ন অবশ্য ব্যতিক্রম। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে মনোয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা কমিটির সদস্য মামুন কবির। তার শক্ত প্রতিপক্ষ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বর্তমান চেয়ারম্যান মাসুদুল হাসান।
৯ নং স্বরুপদাহ ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল। তার শক্ত প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক উপজেলা কমিটির সদস্য শেখ আনোয়ার হোসেন ও জাতীয় পার্টি থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী সাবেক চেয়ারম্যান নুরুল কদর। ইউনিয়ন আওয়ামীলীগের নেতা রফিকুল ইসলাম।
১০ নং নারায়ণপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন উপজেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান। নৌকার প্রতিপক্ষ হয়েছেন আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল।
১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি। তার প্রতিপক্ষ হয়েছেন আওয়ামীলীগের উপজেলা কমিটির সদস্য চাদনী আক্তার, ও আওয়ামীলীগ নেতা মাষ্টার নুরুল ইসলাম ।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ ও ২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রহিদুল খান