প্রকাশ: ২২ অক্টোবর, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ন
 
            
মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় আট ঘণ্টায় কাগজপত্র বিহীন ১৩৭ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে মামলা দিয়ে এসব মোটরসাইকেল আটক করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়। এ সময় গাড়িগুলির চালকদের নামে মামলা দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনত কুমার রায় এবং টিএসআই সাইফুল ইসলাম। তাদের সাথে ছিলেন এটিএসআই আবু জাফরসহ আরো ৬ ট্রাফিক পুলিশের সদস্য। যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলাম বলেন, নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় এসব মোটর সাইকেলের চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোটর সাইকেলগুলি আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর যশোর ট্রাফিক পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৩৩ টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই বিকাশ চন্দ্র সরকার বলেন, ট্রাফিক পুলিশের একটি দল নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৩৭ টিমোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছেন। তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত ১৩৭ টি মোটরসাইকেল থানায় সোপর্দ করা হয়েছে।