প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি মাছের ঘের লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের মফিজুর রহমানে মাছের ঘেরে লুটপাটের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘের মালিকের বড় ছেলে মেহেদী হাসান রাকিব রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের মোরশেদ মোল্লা ও তার দুই ছেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
মফিজুর রহমান জানান, আমি এনজিও থেকে ঋণ নিয়ে ৫ বছর যাবত খাসমহল নামার চর এলাকায় তার মালিকানাধীন মাছের ঘেরে মাছ চাষ করে আসছি। এবছর মাছ ধরার সময় হয়েছে। কিন্তু শুক্রবার ভোর রাতে আমার পাশের গ্রামের মোরশেদ মোল্লার ছেলে শাকিল কালভার্টের কপাটের তালা ভেঙে পানি নামিয়ে মাছ ধরে নিয়ে যায়।
ঘের মালিকের বড় ছেলে মেহেদী হাসান রাকিব জানান, কিছুদিন আগে মোরশেদ মোল্লার ছেলে শাকিল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আমাকে ঘেরে মাছ ধরতে দিবেনা বলে হুমকি দেন। আমি টাকা না দেওয়ায় শুক্রবার ভোর রাতে শাকিল কালভার্টের কপাটের তালা ভেঙে পানি ছেড়ে দেয় এবং মাছ ধরে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল মোল্লার মুঠোফোন নাম্বারে একাধিকবার চেষ্টা করলেও তার নাম্বারটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোবহান দালাল মুঠোফোনে বলেন, আমি অসুস্থ থাকায় ঘটনা স্থলে যেতে পারিনি। ঘের মালিকের ছেলে রাকিব ঘেরের কপাট ভেঙে দেয়ার বিষয়ে আমাকে মৌখিক ভাবে জানিয়েছে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ঘেরের কালভার্টের কপাট ভাঙ্গার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।