ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

চৌগাছা ইউনিয়নে আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন


চৌগাছা ইউনিয়নে  আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা ( যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি ও ৫নং চৌগাছা সদর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএম আজিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ইউনিয়নটিতে আর কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ