প্রকাশ: ১৬ জুন, ২০২২ ০৩:৩৩ পূর্বাহ্ন
 
            
নিজস্ব প্রতিবেদক: অপহৃত ভুক্তভোগী সুজনের মা তার ছেলে ও ছেলের বন্ধুকে ৩দিন যাবত আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। এছাড়া মেরে ফেলারও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।
গত মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর বিশ্বাসপাড়া এলাকায় থেকে ৭২ ঘন্টার মধ্যে অপহৃত দুই ভুক্তভোগীকে উদ্ধার ও মূল হোতাসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। পরে বুধবার সন্ধ্যায় র্যাব-৪ এর উপপরিচালক পুলিশ সুপার (এসপি) জয়ীতা শিল্পী এতথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন ও জয়নাল রানা। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের জন্য ফোন করা মোবাইলটি উদ্ধার করা হয়েছে।
এসপি জয়ীতা শিল্পী বলেন, ভুক্তভোগী সুজন ও রায়হান দুই বন্ধু। তারা গত ১১ জুন ঠাকুরগাঁও থেকে গাজীপুর কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাসস্ট্যান্ডে নামে। সেখানে অপহরণকারী জয়নাল একটি সাদা প্রাইভেট কারে অজ্ঞাত নামা ৩ থেকে ৪ জনসহ সুজন ও তার বন্ধু রায়হানকে রুমে হাত বেঁধে ৩ দিন আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়।
এসময় ভুক্তভোগী পরিবারের কাছে মোবাইল করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপহরণের বিষয়ে সত্যতা স্বীকার করেন।
গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে গাজীপুর কালিয়াকৈড় থানায় ভুক্তভোগী সুজন একটি অপহরণ মামলা করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।