প্রকাশ: ২৪ জুন, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন
 
            
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম। মানিকগঞ্জের শিবালয়, সাটুরিয়া, সিংগাইর ও পার্শ্ববর্তী ধামরাই, আশুলিয়া এলাকায় ছন্দ নাম বিপ্লব। এভাবেই পার করে দিয়েছে জীবনের দশটি বসন্ত। এসময়ে তিনি রিক্সা, ভ্যান ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন বলে জানতে পারে পুলিশের এলিট ফোর্স র্যাব।
পরে গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার পোড়রা গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী সেলিম ওরফে বিপ্লব'কে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
শুক্রবার দুপুরে র্যাব-৪ এর স্টাফ অফিসার মিডিয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এতথ্য জানান।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্রাদি থেকে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে ৩২ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সেলিম ওরফে বিপ্লব আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে ওই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়।
ওই মামলায় ৩ মাস কারাভোগের পরে ২০১৩ সালে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় সেলিম। ওই মামলার বিচার শেষে আদালত আসামি সেলিম ওরফে বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর টেবিল১(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক জারিকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হওয়ার পর থেকে সেলিম ওরফে বিপ্লব ছদ্মবেশ ধারণ করেন। মানিকগঞ্জ জেলার শিবালয়, সাটুরিয়া, সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই এবং আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তার আসামীকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।