প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন
 
            
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিক,বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে।
রোববার সাংবাদিক নির্মল সেনের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, মাহাবুব সুলতান, মনিরুজ্জামান জুয়েল, রনী আহম্মেদ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য নির্মল সেন সারাটা জীবন লড়াই করেছে।তিনি সমাজতান্ত্রি চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন।এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।বিশেষ করে তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড়ড় করানোর চেষ্টা করবো।
উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর - কোটালীপাড়া সড়কটি সাংবাদিক নির্মল সেন সড়ক করার দাবী জানানো হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।