প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নির্যাতনে অতিষ্ঠ হয়ে আদালতের মাধ্যমে ৩-৪ মাস আগে স্বামী আজহারুল সরদারকে তালাক দেন তফুরা খাতুন। তালাকের পরও সংসারে ফিরতে মরিয়া আজহারুল। কিন্তু ব্যর্থ হওয়ায় পর ক্ষুব্ধ হয়ে তফুরার প্রথম পক্ষের ছেলে রাকিবুল সরদারকে বাসায় ডেকে নিয়ে মারধরের একপর্যায়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান অভিযুক্ত। তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যা ব।
ঢাকার কেরানীগঞ্জে শিশু রাকিবুল সরদারকে (১৪) হত্যার ঘটনায় তার সৎ বাবা অভিযুক্ত আজহারুল সরদারকে (৩৬) রোববার খুলনার হরিণটানা জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাোব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাকিবুল ও তার মা তফুরা ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় থাকতেন। রাকিবুল স্থানীয় একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করত। নিহতের বাবা খায়রুল সরদার মৃত্যুবরণ করলে গত দুই বছর আগে আজহারুলকে বিয়ে করেন তফুরা। বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে তালাক দেন। এরপর থেকে তফুরাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন আসামি।
তিনি বলেন, গত ১৪ আগস্ট সকালে নিহত রাকিবুল কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরদিন ১৫ আগস্ট ছেলের (রাকিবুল) খোঁজ না পেয়ে তার মা তফুরা খোঁজাখুঁজি একপর্যায়ে আজহারুলের কাছে জানতে চাই। পরে আজহারুল জানান, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে জানিয়ে সাবেক স্ত্রী তফুরা কাছ থেকে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে টাকা নেন। পরের দিন তফুরা জানতে পারেন, তার ছেলে রাকিবুলের মৃতদেহ সাবেক স্বামী আজহারুলের বাড়িতে রয়েছে।
অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তখন তফুরার পুলিশকে ফোন করে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় রাকিবুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের মা তফুরা বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেপ্তারে র্যা ব-১০ এর সহায়তা চান। পরে র্যা ব-১০ এর একটি আভিযানিক দল রোববার রাতে খুলনার হরিণটানা জিরো পয়েন্ট থেকে আসামি আজহারুলকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজহারুল র্যািবকে জানিয়েছেন, তিনি পুরোনো সংসারে ফিরতে নানাভাবে চেষ্টা করেন। কিন্তু তফুরা তাতে রাজি হননি। আজহারুল রাকিবুলকে বাসায় ডেকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাকিবুল মায়ের কথার বিপরীতে না যাওয়ায় আজহারুল ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে মারধর করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহম্মদ আক্তার হোসেন বলেন, র্যা ব–১০ এর কাছে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে সহায়তা চেয়ে পত্র পাঠায়। পরে রোববার র্যা ব আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। সোমবার আসামিকে আদালতে তোলা হয়। পরে আসামি আজহারুল দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।