প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখানোর ভিডিও ভাইরাল হওয়া শাহ আলী শিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গত রোববার গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার যুবককে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে চাপাতি উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন কাওলা রেলগেট এলাকা থেকে গামছায় পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
গত ১৫ অক্টোবর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টি করে ওই যুবক। সেই দৃশ্য কোনো এক যাত্রী মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেপ্তার শাহ আলী মাদকাসক্ত। সে বিভিন্ন সময় ভীতি ও ত্রাস সৃষ্টি করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে একাধিকবার কারাভোগের কথাও স্বীকার করেছে।
এসপি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে এসে জানতে চাওয়া হয়। পরে যুবকের হাতে থাকা চাপাতি উদ্ধার করা হয়েছে।