ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বনানী লেক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৫ ০১:৪৫ পূর্বাহ্ন


বনানী লেক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর বনানীর লেক থেকে জয়নাল আবেদীন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গুলশান থানাধীন বনানীর লেক থেকে লাশটি উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। 

পুলিশ জানায়,জয়নাল আবেদীনের বাসা কড়াইল বস্তি এলাকায়। তিনি ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে মদ পান করার পর তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার তার স্ত্রী গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে লেকের পানিতে লাশ ভাসতে দেখে ৯৯৯ এ ফোন ফোন দিয়ে জানান এক প্রত্যক্ষদর্শী। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে মৃত ব্যক্তির স্বজন লাশ শনাক্ত করে।

এসআই হারুন জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে জয়নাল এর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে  পাঠানো হয়েছে। 


   আরও সংবাদ