ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

পাকিস্তানি রিভলবার ও চারটি গ্রেনেডসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০


প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫২ পূর্বাহ্ন


পাকিস্তানি রিভলবার ও চারটি গ্রেনেডসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তনি রিভলভার উদ্ধার এবং রাজধানীর যাত্রাবাড়ী থেকে চারটি গ্রেনেডসহ একজনকে গ্রেপ্তার করেছে  র‍্যাব। 

গতকাল রোববার রাতে ভাঙ্গা স্টেডিয়াম সংলগ্ন ‘ডা: কাজী ইউসুফ একাডেমির’ পেছনে জঙ্গলের ভেতরে ময়লাস্তুপে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব–১০। এর আগে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ার থেকে গ্রেনেডসহ ফয়সাল খানকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিকেলে র‍্যাব–১০ এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। তিনি জানান, র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামানের দিক-নির্দেশায় এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষারর্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে গ্রেনেডসহ গ্রেপ্তার ফয়সাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা, জনগণের জানমাল ক্ষতি ও জনমনে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে গ্রেনেডগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‍্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‍্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। দেশের জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।


   আরও সংবাদ