প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৮ পূর্বাহ্ন
 
            
বেনাপোল যশোর প্রতিনিধি: দুইদিন পর অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রী জাকিয়া পারভীনকে (১৫) উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
জানা যায়, বেনাপোলের কাগমারী গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী শিখা খাতুন (৩৬) বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে মোঃ সুমন (২২) অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন, তার মেয়ে জাকিয়া পারভীন কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলে ৭ম শ্রেনীতে নিয়মিত পড়াশুনা করে।
গত ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ বাদিনীর মেয়ের স্কুলে পরীক্ষা শেষে বাদীসহ বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ কাগমারী কিন্ডার গার্ডেনের সামনে রাস্তার উপর পৌছাইলে একটি প্রাইভেট কার যোগে আসামী সুমন তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৩/৪জন আসামীর সহযোগীতায় বাদিনীর মেয়ে ভুক্তভোগী জাকিয়া পারভীনকে জোর পূর্বক প্রাইভেট কারে তুলে নেয়।
এ সময় আসামীরা বাদিনীকে ধাক্কা দিয়ে রাস্তার ফেলে রেখে ভুক্তভোগীকে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদির অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করে মামলার তদন্তভার এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ এর উপর অপর্ন করা হলে তিনি সংগীয় ফোর্স সহ আজ ১০ সেপ্টেম্বর বুধবারে আসামী মোঃ সুমনকে গ্রেফতার করেন এবং ভুক্জাতভোগী কিয়া পারভীন (১৫)কে উদ্ধার করে।
পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ভুক্তভোগী আইনগত কার্যক্রম শেষে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।