প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২২ পূর্বাহ্ন
 
            
নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ছেে জেলা সমাজসেবা অফিস। এতে সভাপতি হয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
রোববার ১৪ সেপ্টেম্বর নাটোর জেলা সমাজসেবার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ১১ সদস্যের কমিটি আগামী দুই বছরের জন্য অনুমদিত হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি খুলনা ডুমুরিয়ার উপজেলার সাব রেজিস্টার নাহিদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ঢাকা নবাবগঞ্জের সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, ক্রীড়া সম্পাদক রমজান আলী, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম এবং সদস্য হিসেবে সঞ্জয় গুহ, জিল্লুর রহমান, মহিউদ্দিন বিশ্বাস ও মাহাবুর রহমান।
জানা যায়, ১৯৩৪ সালে বিদুষী বসন্তকুমারী দাসীর অনুদানে প্রাপ্ত জমির উপর কিছু শিক্ষিত ও সমাজ সচেতন নাগরিকের উদ্যোগে গুরুদাসপুর ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদফতরে নিবন্ধিত হয় (রেজি: নং রাজ-২৩৯/৭৮)। প্রতিষ্ঠার পর থেকে এটি খেলাধুলা, সংস্কৃতি, পাঠাভ্যাস গড়ে তোলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কমিটি প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় সভাপতি এডিসি জুয়েল রানা বলেন, “গুরুদাসপুরের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক সবুজ হাসান জানান, “আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সময়োপযোগী করতে কাজ করবো।”