ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকা মহানগরীতে ছয় মাসে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি


প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন


ঢাকা মহানগরীতে ছয় মাসে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে।

এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭১ জন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর। এই কার্যক্রমের মাধ্যমে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ক্রমাগত কাজ করে যাচ্ছে।


   আরও সংবাদ