ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

দেশবাসীকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫ ১২:৩০ অপরাহ্ন


দেশবাসীকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমাদের সমাজে সম্প্রীতি অত্যন্ত প্রয়োজন। বর্তমান সরকার দেশবাসীকে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আজ শুক্রবার রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি কান্ত স্মৃতি ফুটবল মাঠে আয়োজিত রাঙ্গাপানি মিলন বিহারের ৫১তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনার মধ্য দিয়ে। উপদেষ্টা ফিতা কেটে, ফানুস উড়িয়ে চীবর বুননের উদ্বোধন করেন।

উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দান—কঠিন চীবর দান—শ্রদ্ধা, সংযম ও একাগ্রতার প্রতীক। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল নিদর্শন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তাঁর বক্তব্যে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বজায় রেখে চলার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মের শান্তির বাণী সকলকে একত্রিত করে। জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনা সকলের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাধ্যক্ষ্য শ্রদ্ধালংকার মহাথের। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাসনাপ্রিয় মহাথের, আবাসিক অধ্যক্ষ শুভদর্শী মহাথেরসহ ধর্মপ্রাণ জনগণ এবং সুধী সমাজের প্রতিনিধিরা। এই উৎসবের মাধ্যমে ধর্মীয় অনুশাসন, সামাজিক ঐক্য এবং মানবিক মূল্যবোধের চর্চা আরো সুদৃঢ় হবে বলে জানান উপদেষ্টা।


   আরও সংবাদ