প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২০ ০৪:৩২ পূর্বাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, উন্নয়নের রুপকার মেহেদী মাসুদ চৌধুরী নিজ অর্থায়নে নদী ভাঙ্গনে বিলুপ্ত প্রায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্মৃতি সৌধের পুনঃ নির্মাণের দায়িত্ব নিলেন।
সীমান্তবর্তী চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ মশিয়ুর রহমানের আমন্তণে বাংলাদেশ সরকারের বর্তমান এনজিও বিষয়ক ব্র্যুরোর মহাপরিচালক শ্রদ্ধেয় রাশেদুল ইসলামের পিতা ভাটাই বিশ্বাসের বাড়ীতে বাইসাইকেল যোগে মধ্যাহৃ ভোজে অংশ গ্রহন করেন। ভোজ শেষে বঙ্গবন্ধু মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন।
বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্মৃতি সৌধটি দীর্ঘদিন নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলুপ্ত হতে চলেছে। বিষয়টি স্হানীয় ও জাতীয় কয়েকটি সংবাদ পত্রে প্রকাশিত হলে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর দৃষ্টি গোচর হয়।
তিনি তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্মৃতি সৌধটি নিজস্ব অর্থায়নে পুনঃ নির্মাণের ঘোষনা দেন। উপজেলা বাসী এ ধরনের মহৎ কাজে অগ্রনী ভুমিকা পালন করায় মেহেদী মাসুদ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।